যশোরের রাজগঞ্জে ইঁদুর মারার বিষ খেয়ে এক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন আরেক শিশু

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে ইঁদুর মারার বিষ খেয়ে মরিয়ম খাতুন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আর তাবাচ্ছুম (৪) নামের আরেক শিশু হাসপাতলে চিকিৎসাধীন রয়েছে। বুধবার (০৮ মে) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।

নিহত মরিয়ম উপজেলার রাজগঞ্জের খালিয়া গ্রামের কবির হোসেনের কন্যা। আর হাসপাতালে চিকিৎসাধীন তাবাচ্ছুম ডুমুরিয়া থানার হাসানপুর গ্রামের রুহুল কুদ্দুসের কন্যা। রুহুল কুদ্দুস খালিয়া গ্রামের একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন।

জানাগেছে- কবির হোসেনের বাড়ির বারান্দায় ধানের বস্তার আড়ালে ইঁদুর মারা বিষ রাখা ছিলো। বাড়িতে কেউ না থাকায় শিশু দুটি খেলা করার সময় ওই বিষ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে তারা। পরে তাদের মণিরামপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে, হাসপাতাল কর্তৃপক্ষ শিশু মরিয়মকে রেখে তাবাচ্ছুমকে যশোর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন এবং মরিয়মকে মণিরামপুর হাসপাতালে ভর্তি করে নেন হাসপাতাল কর্তৃপক্ষ।

এরপর মরিয়মের অবস্থা গুরুতর হলে মণিরামপুর হাসপাতাল কর্তৃপক্ষ যশোর হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পর শিশু মরিয়মের মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য আবুল কাসেম এমৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শিশু তাবাচ্ছুম এখনো গুরুতর অবস্থায় যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।