যশোরের রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতির শশুরের মৃত্যু, শোক প্রকাশ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/04/শোক-sad.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এসএম রবিউল ইসলাম রবির শ্বশুর খলিলুর রহমান হাওলাদার (৫৮) হৃদরোগে আক্রান্ত হয়ে যশোর সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।
রোববার (২২ জানুয়ারি-২০২৩) বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। মরহুম খলিলুর রহমান হাওলাদার যশোর শহরের চাঁচড়া ডাল মিল এলাকার বাসিন্দা ছিলেন। মরহুম ছেলে, মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।
এদিন এশার নামাজ বাদ যশোর ডালমিল জামে মসজিদ চত্বরে জানাজা নামাজ শেষ রাজবাড়ী পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়। মরহুমের পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে।
তার আকস্মিক মৃত্যুতে গভীর প্রকাশ করেছেন- কাউন্সিলার হাজী সুমন, যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শহীদ নূর মোহাম্মাদ আলী রেজা, বাংলাদেশ দলিত মঞ্চের কেন্দ্রীয় চেয়ারম্যান স্যামুয়েল দাস, যশোর জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি বিশ্বনাথ ঘোষ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, যশোর সীমান্ত পরিবহন মালিক সমিতির যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম চান্দু, রাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ প্রেসক্লাবের কর্মরত সকল সাংবাদিকবৃন্দ, রাজগঞ্জ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, রাজগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাসুদ কামাল তুষার।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন