যশোরের শার্শায় বিএনপি’র দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া, বোমা বিষ্ফোরণ, আহত-২

যশোরের শার্শা উপজেলা বিএনপি’র দু’গ্রুপের দ্বন্দ্বে মুহুরমুহু বোমা বিষ্ফোরণের ঘটনা ঘটেছে।

শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনায় আহত হয়েছে ২জন।

জানা যায়, উপজেলার নাভারন বাজারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মফিজুর রহমান (৪৮) এক কর্মী আহত হয়। পরে আহত মফিজুরকে হাসপাতালে দেখতে আসলে বিএনপি নেতা আব্দুল হাই (৫৬)কে পিটিয়ে আহত করে প্রতিপক্ষরা। এর জেরে উপজেলা সরকারি হাসপাতালের সামনে গভীর রাত পযর্ন্ত দু’গ্রুপের মধ্যে দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। সেসময় মুহুরমুহু বোমা বিষ্ফোরণে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে।

খবর পেয়ে শার্শা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

এলাকাবাসী জানায়, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসান জহির ও কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি’র সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। তারই রেশ ধরে শুক্রবার সন্ধ্যার পরে তৃপ্তি গ্রুপের সমর্থকরা হাসান জহির গ্রুপের সমর্থক মফিজুরকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে রক্তাক্ত যখম করে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা খারাপ হওয়ার কারণে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এসময় আহত মফিজুরকে হাসপাতালে দেখতে আসলে বিএনপি নেতা আব্দুল হাইকেও পিটিয়ে আহত করে।

শার্শা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম জানান, ঘটনার পর থেকে হাসপাতাল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব‍্যবস্থা গ্রহন করা হবে।