যশোরে আর্জেন্টিনার খেলা দেখে উল্লাস করতে গিয়ে যুবকের মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/12/IMG_20221219_133819-537x450.jpg)
আর্জেন্টিনার খেলা দেখে উল্লাস করতে গিয়ে যশোরের ঝিকরগাছায় নিমার্ণাধীন সেতুর ওপর পড়ে রাকিব হোসেন (২৫) নামে যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (১৮ ডিসেম্বর) রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা চলাচালে এই ঘটনা ঘটে। নিহত রাকিব ঝিকরগাছা পৌরসভার মাগুরাপট্টি ধোপাপাড়া এলাকার আসলাম হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখার জন্য ঝিকরগাছার কৃষ্ণনগর এলাকায় দুই সেতুর মাঝে বঙ্গবন্ধু পার্কে বড় পর্দায় গেলা দেখার ব্যবস্থা করা হয়। প্রথমার্ধে আর্জেন্টিনা দ্বিতীয় গোল দেওয়ার পর সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। এ সময় রাকিব পা পিছলে পার্কের ঢালু পাড় থেকে নিচে নির্মাণাধীন সেতুর ওপর পড়ে যান। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন