যশোরে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/01/Monirampur_Jessore.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
যশোরের মণিরামপুরে সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে রাজু সরদার নামে একজন নিহত হয়েছে।
রোববার ভোরে যশোরে মণিরামপুর উপজেলার স্মরণপুর গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
সকালে রাজু সরদারের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাজু সরদার (২৮) ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর সরদারপাড়ার রবিউল সরদারের ছেলে।
ঝিকরগাছার আওয়ামী লীগ কর্মী মিলন হত্যাসহ প্রায় ৩০টি মামলা রয়েছে রাজুর বিরুদ্ধে।
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান সাংবাদিকদের জানান: রোববার ভোরে যশোরে মণিরামপুর উপজেলার স্মরণপুর গ্রামে দু’দল সন্ত্রাসী বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় রাজু সরদারকে উদ্ধার করে। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে হত্যাসহ ২৯টি মামলা রয়েছে।
স্থানীয় সূত্র জানায়; নিহত রাজু সরদার ঝিকরগাছার আওয়ামী লীগ কর্মী মিলন হত্যাকাণ্ডের প্রধান আসামি। গত ১৬ ডিসেম্বর ঝিকরগাছা উপজেলার কাটাখাল এলাকায় ছুরিকাঘাতে মিলন নিহত হয়।
শনিবার ভোরে ঝিকরগাছায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে উপজেলা ছাত্রলীগ সম্পাদকের ভাই আব্বাস হোসেন মোল্লা হত্যা মামলার প্রধান আসামি বাবু হাসান ওরফে পালসার বাবু নিহত হয়।
ঝিকরগাছা উপজেলার কাশীপুর ন’হাটি রিফিউজি পাড়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন