যশোরে বাবার ট্রলিচাপায় মেয়েসহ দুই শিশু নিহত

যশোর সদরে বাবার ট্রলির নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে তার নিজের মেয়ে ও ভাইয়ের ছেলের।

রোববার (১৭ জুলাই) সকালে সাড়ে ৬টার দিকে নরেন্দ্রপুর ইউনিয়নের জিরাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- ওই গ্রামের কামাল হোসেনের চার বছর বয়সী মেয়ে নাহিয়া এবং তার ভাই জামাল হোসেনের দুই বছর বয়সী ছেলে আবু হুরাইরা বাঁধন।

স্থানীয়রা জানান, সকালে কামাল হোসেন কাজের জন্য নিজ বাড়ি থেকে চালক জাহিদুলের সহায়তায় ট্রলি বের করছিলেন। ট্রলির পিছনে দাঁড়িয়ে নির্দেশনা দিচ্ছিলেন কামাল হোসেন।

এসময় আকস্মিক দৌড়ে ট্রলির পেছনে চলে আসে নাহিয়া ও বাঁধন। তারা ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশু দুটির মরদেহ তাদের নিজ বাড়িতে রয়েছে।

তিনি আরও জানান, নিহতের অভিভাবকদের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাদের দাফনের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।