যশোর-৫ আসনে স্বপন ভট্টাচার্য্য আবারও আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায় রাজগঞ্জে আনন্দ মিছিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৯, যশোর-৫ (মনিরামপুর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের আবারও মনোনয়ন পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

রোববার (২৬ নভেম্বর) বিকেল আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামীলীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক এ ঘোষনা প্রদান করেন। মনোনয়ন পাওয়ার খবর প্রকাশ হওয়ার পর এদিন সন্ধ্যায় ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’ এই স্লোগানকে সামনে রেখে মনিরামপুরের রাজগঞ্জ বাজারে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা প্রধান প্রধান সড়কে শান্তিপূর্ণ আনন্দ মিছিল বের করে।

রাজগঞ্জ আঞ্চলিক আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন- ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক আকবার আলী, আওয়ামী লীগ নেতা রাজগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ, শরিফুল ইসলাম চাকলাদার, ঝাঁপা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এসএম রবিউল ইসলাম রবি, আওয়ামী লীগ নেতা সহকারি অধ্যাপক মিজানুর রহমান, সিরাজুল ইসলাম, ঝাঁপা ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানা, সম্পাদক মাস্টার কামাল উদ্দিন, যুবলীগ নেতা শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল রানা অপু, শামীম হোসেন বিপ্লব প্রমুখ।