যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেটে মার্চ থেকে ফুডস্ট্যাম্পে মাসে কমবে ৯৫ ডলার
যুক্তরাষ্ট্রে প্যানডেমিকের আগে নিউইয়র্ক সিটিতে একটি স্বল্প আয়ের পরিবার মাসে যত ফুডস্ট্যাম্প বেনিফিট পেতো, প্যানডেমিকের সময় এই পরিবারের বেনিফিট বাড়ে প্রায় ৫০%। প্যানডেমিকের সময় অনেক বেশি সংখ্যক পরিবারকে ¯স্নাপ বা ফুডস্ট্যাম্প বেনিফিট দেয় ফেডারেল সরকারের ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার।
এটা ছিল প্যানডেমিকের কারণে সৃষ্ট কোভিড-১৯ পাবলিক হেলথ ইমার্জেন্সি। সম্প্রতি হোয়াইট হাউস জানায় উক্ত পাবলিক হেলথ জরুরী অবস্থার আনুষ্ঠানিক অবসান হবে এ বছর মে মাসে। এদিকে গত ডিসেম্বরে কংগ্রেস যে ব্যয় বরাদ্দ বাজেট পাশ করেছে তাতে উল্লেখ করা হয়েছে আগামী মাস থেকে যে অতিরিক্ত ৯৫ ডলার দেয়া হচ্ছিল ফুডস্ট্যাম্পের সাথে সেই অর্থ দেয়া বন্ধ হয়ে যাবে।
এদিকে নিউইয়র্ক সিটির এ্যান্টি-হাংগার (ক্ষুধা বিরোধী) একটিভিস্টরা এই বলে স্টেট গভর্নরকে সতর্ক করে দিয়েছে যে যদি ফুডস্ট্যাম্পের অর্থ কমানো হয়, তাহলে খাদ্য অনিশ্চয়তার পরিস্থিতি সৃষ্টি হবে। কারণ স্বল্প আয়ের অনেক পরিবার যারা ফুডস্ট্যাম্প বেনিফিটের ওপর নির্ভর করে তারা জানিয়েছে, ফুডস্ট্যাম্প খাতে তারা অত্যন্ত অল্প অর্থ পায় প্রতি মাসে তা তাদের একমাস খাদ্য কেনার জন্য যথেষ্ট নয়। কারণ প্যানডেমিকের পরে খাদ্যসামগ্রীর মূল্য আকাশচুম্বি হয়ে দাঁড়িয়েছে।
নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব সোশাল সার্ভিসের তথ্যে বলা হয়েছে, ২০২২ সালে নিউইয়র্ক সিটিতে ১ মিলিয়নেরও বেশি মানুষ ফুডস্ট্যাম্প পেয়েছে ২০১৯এর তুলনায়। গত ডিসেম্বর পর্যন্ত ৫ বরোর ১৭ লক্ষ ৩০ হাজার মানুষ এই সুবিধা পেয়েছে। ২০১৯ সালের তুলনায় ৮৭৫,০০০ জন বেশি। এখন গড়ে ১ সদস্যর পরিবার মাসে পাচ্ছে ৩৬২ ডলার (প্যানডেমিকের আগের সময়ের চেয়ে ৪০% বেশি)। আর ৪ সদস্যের পরিবার পাচ্ছে ৯৭৯ ডলার (প্যানডেমিকের আগের তুলনায় ২৭% বেশি)।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন