যুক্তরাষ্ট্রের বাজেটে রেকর্ডকৃত ঘাটতির চেয়ে ৪৩০ বিলিয়ন ডলার বেশি

যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতির ব্যবধান এক বছর আগের চেয়ে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ৬৬৮ বিলিয়ন থেকে বেড়ে ১.১ ট্রিলিয়ন ডলার হয়েছে। এটি গত বছরের একই সময়ের রেকর্ডকৃত ঘাটতির চেয়ে ৪৩০ বিলিয়ন বেশি। ১২ এপ্রিল বুধবার এ কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ।

অর্থ মন্ত্রণালয় জানায়, অর্থবছরের শুরুর তারিখ থেকে বর্তমান তারিখের মধ্যে অর্থপ্রাপ্তি ৩ শতাংশ কমেছে, যেখানে ব্যয় ১৩ শতাংশ বেড়েছে। ব্যক্তিগত আয়করের সংগ্রহ গত বছরের একই সময়ের তুলনায় কম ছিল, যেখানে সামাজিক নিরাপত্তা ব্যয় বেড়েছে। উচ্চতর মেডিকেয়ার এবং মেডিকেড ব্যয়ের সাথে জাতীয় প্রতিরক্ষা ব্যয়ও বেড়েছে।

ট্রেজারি কর্মকর্তারা সাংবাদিকদের বলেছেন, এ বছরের অন্যান্য ব্যয়ের মধ্যে ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স করপোরেশনের আমানত বিমা তহবিল প্রোগ্রাম ‘সিলিকন ভ্যালি ব্যাংক এবং সিগনেচার ব্যাংকের সাথে যুক্ত’- এর অধীনে ব্যয় হয়েছে ২৯ বিলিয়ন ডলার।

মার্চ মাসে উভয় ঋণদাতাদের নাটকীয় পতনের পর মার্কিন কর্তৃপক্ষ আমানতকারীদের তাদের অর্থের অ্যাক্সেস নিশ্চিত করতে পদক্ষেপ নেয়। ২০০৮ সালের আর্থিক সংকটের পর পর এটিই সবচেয়ে বড় আর্থিক সংকটের ঝুঁকি।