যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রেপ্তার
সাবেক পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেপ্তার করা হয়েছে।
৪ এপ্রিল (মঙ্গলবার) স্থানীয় সময় দুপুরে নিউইয়র্কের ম্যানহাটনের ফৌজদারি আদালতে আত্মসমর্পণ করলে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় ট্রাম্প গ্রেপ্তার হলেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
সিএনএনের খবরে আরও বলা হয়, গ্রেপ্তারের পর ট্রাম্পের ফিঙ্গার প্রিন্ট নেওয়া হবে। পরে তাকে আদালত কক্ষে নিয়ে অভিযোগ পড়ে শোনানো হবে। আদালতে হাজির করার আগে অল্প কিছু সময় ডিএ কার্যালয়ে অবস্থান করবেন ট্রাম্প। গ্রেপ্তার থাকা অবস্থায় তাকে হাতকড়া না পরানো হলেও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা তাকে পাহারায় রাখবেন।
এর আগে এ মামলায় আদালতে আত্মসমর্পণ করার জন্য আজ সকালে নিউইয়র্কে পৌঁছান ট্রাম্প। পরে দুপুরের দিকে ট্রাম্প টাওয়ার থেকে তিনি গাড়িবহর নিয়ে ছয় মাইল পথ পাড়ি দিয়ে ম্যানহাটান ক্রিমিনাল কোর্ট ভবন এলাকায় আসেন। ওই এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে পুলিশ ও গোয়েন্দা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন