যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট বাইডেনের বাড়িতে অনুসন্ধান চালিয়েছে এফবিআই : সিএনবিসি
বুধবার সকালে এফবিআই এজেন্টরা তিন ঘন্টারও বেশি সময় ধরে প্রেসিডেন্ট জো বাইডেনের সৈকত বাড়ি ডেলাওয়্যারে অনুসন্ধান চালান।
কিন্তু কোনো শ্রেণীবদ্ধ নথি তাঁরা খুঁজে পাননি। এমনটাই জানিয়েছেন বাইডেনের ব্যক্তিগত আইনজীবী। বাইডেনের আইনজীবী বব বাউয়ার বলেছেন, ”এজেন্টরা কিছু উপকরণ এবং হাতে লেখা নোটগুলি আরও পর্যালোচনার জন্য নিয়ে গেছেন যা বাইডেনের ভাইস প্রেসিডেন্ট পদে থাকাকালীন সেই সময়ের সাথে সম্পর্কিত বলে মনে হয়।”
এনবিসি নিউজের সাথে কথা বলার সময় একজন সিনিয়র আইনজীবী এফবিআই-এর অনুসন্ধানের ফলাফল সম্পর্কে বাউয়ারের বক্তব্যকে সমর্থন করেছেন। এএফপি-র রিপোর্টে তাঁর আইনজীবীকে উদ্ধৃত করে জানানো হয়, এই তল্লাশি পুরোপুরি প্রেসিডেন্টের সহযোগিতাতেই হয়েছে। এজেন্টদের কাছে অনুসন্ধানের জন্য কোনো ওয়ারেন্ট ছিলো না, তা সত্ত্বেও তারা সকাল সাড়ে আটটা থেকে তল্লাশি শুরু করে এবং দুপুরে শেষ হয়।ওয়াশিংটনের বিচারবিভাগ বাইডেনের একটি ব্যক্তিগত অফিসে শ্রেণীবদ্ধ নথির আবিষ্কারের তদন্ত করছে।
গত ২ ডিসেম্বর পেন বাইডেন সেন্টারের একটি দফতর বন্ধ করতে গিয়ে বেশ কিছু গোপনীয় নথির খোঁজ পান মার্কিন প্রেসিডেন্টের আইনজীবীরা। এর পর তাঁর উইলমিংটনের বাড়ি থেকেও এমন কিছু নথি উদ্ধার হয় বলে খবর। বিষয়টি প্রকাশ্যে আসতেই তৎপর হয় এফবিআই। বাইডেনের ব্যক্তিগত আইনজীবী বব বাউয়ার পূর্বে বলেছিলেন যে রাষ্ট্রপতির আইনজীবীরা ১১ জানুয়ারী রেহোবোথের বাড়ি এবং উইলমিংটনের বাসভবনে অনুসন্ধান করেছিলেন।
বাউয়ারের মতে, সেই অ্যাটর্নিরা উইলমিংটনে শ্রেণীবদ্ধ রেকর্ড খুঁজে পেয়েছেন, কিন্তু রেহোবোতে কিছু পাননি।বুধবার হোয়াইট হাউসের মুখপাত্র ইয়ান সামস বাইডেনের স্থানে মোট কতটি শ্রেণীবদ্ধ নথি পাওয়া গেছে তা বলতে পারেননি।বাউয়ারের কথায়, ‘আমরা ভবিষ্যতেও বিচারবিভাগের কাজের সঙ্গে পুরোপুরি সহযোগিতা করব।’ কিন্তু বুধবারের তল্লাশিতে আদৌ কোনও নতুন কিছু জানা গেল কিনা, সে ব্যাপারে মুখে কুলুপ এফবিআইয়ের। অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড গত মাসে বাইডেনের নথিগুলির তদন্তের তদারকি করার জন্য একটি বিশেষ পরামর্শদাতাকে নিয়োগ করেছিলেন।
গারল্যান্ড গত বছর ফ্লোরিডার পাম বিচে মার-এ-লাগো ক্লাবে প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বাসভবনে শ্রেণীবদ্ধ রেকর্ড এবং অন্যান্য সরকারী নথি আবিষ্কারের তদন্তের জন্য আরেকটি বিশেষ পরামর্শদাতা নিযুক্ত করেছেন। এফবিআই এজেন্টরা ৯ আগস্ট মার-এ-লাগোতে অভিযানের সময় সেই নথিগুলি খুঁজে পায়৷ সেই তল্লাশিতে এজেন্টরা ওয়ারেন্ট পেয়েছিলেন।
ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের আইনজীবীরা দুই সপ্তাহ আগে ন্যাশনাল আর্কাইভস অ্যান্ড রেকর্ডস অ্যাডমিনিস্ট্রেশনকে জানিয়েছিলেন যে তারা ১৬ জানুয়ারি কারমেলে তাঁর বাড়িতে “অল্প সংখ্যক” শ্রেণীবদ্ধ নথি খুঁজে পেয়েছেন।
সূত্র : সিএনবিসি
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন