যুক্তরাষ্ট্রে ভয়াবহ রূপ নিচ্ছে ইনফ্লুয়েঞ্জা
যুক্তরাষ্ট্রবাসীকে আবারও ভয়াবহ মৌসুম মোকাবিলা করতে হচ্ছে। ইতিমধ্যে ভয়াবহ রূপ নিচ্ছে ইনফ্লুয়েঞ্জা।
গত ৬ আগস্টের তুলনায় ১ অক্টোবর ইনফ্লুয়েঞ্জা ‘এ’র ৩০৩.৭৫ গুণ এবং ইনফ্লুয়েঞ্জা ‘বি’র ৭৯.৩ গুণ বৃদ্ধি ভয়াবহ মৌসুমের পূর্বাভাস জোরদার করছে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) পরিসংখ্যান অনুসারে, ৬ আগস্ট আমেরিকায় ৪ থেকে কমবয়সী শিশুসহ সর্বমোট ২৪০ জনের ইনফ্লুয়েঞ্জা ‘এ’ এবং ২৯ জনের ইনফ্লুয়েঞ্জা ‘বি’ শনাক্ত হয়েছিল। অথচ ১ অক্টোবর তা একলাফে ৩০৩.৭৫ এবং ৭৯.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে যথাক্রমে ৯৬৯ ও ৫২ স্পর্শ করেছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ৬ আগস্টের তুলনায় ১ অক্টোবর ইনফ্লুয়েঞ্জা জাতীয় রোগে আক্রান্ত ৪ বছরের কমবয়সী শিশুসহ ১ লাখ ২০ থেকে ১ লাখ ৩০ হাজার রোগী আউটপেশেন্ট হিসেবে হাসপাতালে গমন করেছে।
অথচ ৮ আগস্ট এ ধরনের রোগীর সংখ্যা ৯০ থেকে ৯৫ হাজার ছিল। রোগীর সংখ্যা ২৫.৫ শতাংশ বৃদ্ধিসহ অন্যান্য উপসর্গের পটভূমিতে ভয়াবহ মৌসুম মোকাবিলার জন্য দেশবাসীকে প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। এদিকে গত বছরের ১ অক্টোবর নিউইয়র্ক স্টেটে ইনফ্লুয়েঞ্জা রোগীর সংখ্যা ১৫০ জন থাকলেও এবার তা ৫৯৬ স্পর্শ করেছে বলে স্টেট স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।
আর টেক্সাস হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস ডিপার্টমেন্ট জানিয়েছে, ১ অক্টোবর ক্যালিফোর্নিয়ায় ৪২২ জনের ইনফ্লুয়েঞ্জা ‘এ’ এবং ‘বি’ শনাক্ত হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন