যুবলীগ থাকলে বিএনপি পালাবার পথ পাবে না: সমাজকল্যাণমন্ত্রী
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, যুবলীগ মাঠে নামলে বিএনপি পালাবার পথ পাবে না, আওয়ামী লীগের বড় শক্তি যুবলীগ, তাই যুবলীগ কর্মীদের এক হয়ে কাজ করার আহবান জানান তিনি।
শনিবার (১১ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের
কালীগঞ্জ করিম উদ্দিন আহমেদ অডিটোরিয়ামে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্বস্তরের মানুষ যাতে উন্নয়নের সুফল ভোগ করতে পারে সেজন্য স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করেছেন। দেশের উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।
বাংলাদেশ ভৌগোলিক আয়তনে ছোট ঘনবসতিপূর্ণ একটি দেশ উল্লেখ করে মন্ত্রী বলেন, ১৭ কোটি মানুষের খাদ্য উৎপাদন ও খাবারের নিশ্চয়তা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাদুকরি ও দূরদর্শী নেতৃত্বের ফলেই এটা সম্ভব হয়েছে। তাই যুবলীগ যেভাবে কাজ করে যাচ্ছে সব বিভেত ভুলে একসাথে কাজ করতে হবে।
কালীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি রেফার রাঙ্গার সভাপতিত্বে – শফিকুল ইসলাম শফির সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ থানা ইনচার্জ ইমতিয়াজ করিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, যুগ্ন-সাধারণ সম্পাদক দেবদাস রায় বাবুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কমলেন্দু রায় মিন্টু, তুষভান্ডার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ প্রমূখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন