যে কারণে ইউক্রেনের আকাশে রুশ যুদ্ধবিমান আধিপত্য পাচ্ছে না
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/03/IMG_20220310_124436-719x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির আকাশসীমায় রাশিয়ার বিমান ঢুকতে দিচ্ছে না। যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের বরাতে সিএনএন এই খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়েছে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার যুদ্ধবিমানকে অনেকাংশে বাধা দিতে সক্ষম হচ্ছে।
তবে ‘উৎকৃষ্ট রুশ বিমান বাহিনী’ ইউক্রেনের প্রতিরোধ ব্যবস্থা ভেঙে ফেলতে পারেও বলে সতর্ক করেছেন তারা।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, বিমান বিধ্বংসী ব্যবস্থার (অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম) কারণে রুশ বিমান ইউক্রেনের আকাশসীমা এড়িয়ে চলছে। এতে ইউক্রেনের আকাশে রুশ বিমানের আধিপত্য খর্ব হয়েছে।
রাশিয়া প্রত্যেকদিন ১৫০ থেকে ২০০ ফ্লাইট পরিচালনা করছে। তবে এগুলো রাশিয়ার আকাশেই।
যুক্তরাষ্ট্র ইউক্রেনকে বিমান বিধ্বংসী (ভূমি থেকে আকাশে নিক্ষেপক্ষণযোগ্য) ক্ষেপণাস্ত্র প্রদান করেছে। এ কারণে রাশিয়ার পাইলটরা ইউক্রেনে ঝুঁকি নিচ্ছেন না।
তবে কিছু রুশ যুদ্ধবিমান ইউক্রেনের আকাশে গিয়ে আক্রমণ করতে সক্ষম হয়েছে। তবে সেগুলো ইউক্রেনের আকাশে দীর্ঘক্ষণ অবস্থান করেনি কিংবা রুশ স্থল বাহিনীকে বড় ধরনের সহায়তা দিতে সক্ষম হয়নি।
সূত্র: সিএনএন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন