রংপুরের পীরগঞ্জে আওয়ামীলীগ অফিস ও প্রেসক্লাবে ভাংচুর, ১২ মোটরসাইকেলে আগুন

রংপুরের পীরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আওয়ামীলীগের পাটি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ সময় পাটি অফিস সংলগ্ন পীরগঞ্জ প্রেসক্লাবের সাইনবোর্ড ভাংচুর ও বারান্দায় থাকা ১২টি মোটরসাইকেলে আগুনে পুড়িয়ে দেয় আন্দোলনকারীরা।

জানা গেছে, রোববার (৪ আগস্ট) দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার একটি মিছিল রংপুর-ঢাকা মহাসড়ক থেকে উপজেলার প্রধান সড়কে প্রবেশের সময় ৫০/৬০ জনের ছাত্রলীগ নেতাকর্মী হাতে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে মিছিলকারীদের ধাওয়া দিতে গেলে আন্দোলনকারীরা পাল্টা ধাওয়া দেয়।

এতে ছাত্রলীগ কর্মীরা পিছু হটে। একপর্যায়ে ক্ষিপ্ত আন্দোলনকারীরা আওয়ামীলীগের দলীয় কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এসময় পীরগঞ্জ প্রেসক্লাবের বারান্দায় থাকা ১২টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং প্রেসক্লাবের সাইনবোর্ড ভাংচুর করা হয়। এতে সংবাদকর্মীদেরও মোটরসাইকেল ছিলো।