রংপুরের পীরগঞ্জে আদিবাসী গৃহবধূকে ধর্ষণের চেষ্টা!
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/06/Picsart_22-06-25_19-29-16-072-646x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
রংপুরের পীরগঞ্জে এক আদিবাসী গৃহবধূ তার নিজ কলাবাগানে কাজ করার সময় বলপূর্বক ধর্ষণের চেষ্টা করছে নেস্তার আলী (৫০) নামের এক লম্পট। সে উপজেলার চৈত্রকোল ইউনিয়নের জলাইডাঙ্গা গ্রামের মৃত ইদ্রিস আলীর পুত্র। এ ব্যাপারে শনিবার (২৫ জুন) দুপুরে ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী গৃহবধূ।
অভিযোগ সূত্রে জানা গেছে, জলাইডাঙ্গা গ্রামের মহেন্দ্র পাহানের স্ত্রী ২সন্তানের জননী টুলটুলি হেমরন (৩৫) বৃহস্পতিবার (২৩ জুন) বিকালে তার নিজ কলাবাগানে গাছ পরিচর্যার কাজ করছিলেন।
এ সময় নির্জনতার সুযোগে প্রতিবেশী নেস্তার আলী ওই গৃহবধূকে পিছন দিক থেকে জাপটে ধরে মাটিতে শোয়ায়ে বলপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এক পর্যায়ে গৃহবধূর আত্মচিৎকার করলে কলাবাগানের পাশেই পানের বরজে কর্মরত স্বামী মহেন্দ্র পাহান দ্রুত ছুটে এসে দেখতে পান লম্পট নেস্তার তার স্ত্রীকে মাটিতে ফেলে ধস্তাধস্তি করছে।
এ সময় মহেন্দ্র পাহানের উপস্থিতি টের পেয়ে চতুর নেস্তার আলী পালিয়ে যায়। এ বিষয়ে সরেজমিনে নেস্তার আলীর বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। তবে প্রতিবেশী মোবাশ্বের হোসেন জানান, সে রাতের অন্ধকারে ঢাকায় পালিয়েছে।
এ ব্যাপারে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শিপু অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন