রংপুরের পীরগঞ্জে নব-নির্মিত ঘর ভাংচুর!
রংপুরের পীরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে নব-নির্মাণাধীন দালান ঘর ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।
রোববার (২৫ জুলাই) দিনগত রাতে উপজেলার পৌরসভাস্থ বিশ্বরোড সংলগ্ন ওসমানপুরে এ ঘটনা ঘটে।
সোমবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগে জানা যায়, উপজেলার বড় রাজারামপুর গ্রামের আব্দুর রশিদ আকন্দের পুত্র মাসুম আকন্দ ওসমানপুর মৌজায়, দাগ- ১০৮৭, খতিয়ান নং- ২১৩, জেএল নং- ২৩৪এ সাড়ে ৯ শতাংশ জমি অংশীদার সূত্রে প্রাপ্ত হয়ে প্রায় ৩মাস পূর্ব ধরে দালানের বাড়ি নির্মাণে কাজ করে আসছিলেন। উল্লেখিত জমি ওসমানপুর গ্রামের মৃত হুজুর আলীর পুত্র মশিউর (৩৫) ও রামনাথপুর গ্রামের মৃত হিরু মিয়ার পুত্র জনি মিয়া (৩০) নিজেদের দাবি করে প্রায়ই ভাড়াটে লোকজন নিয়ে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে জমি দখলের চেষ্টা করত। এতে মাসুম আকন্দ বাধা দিলে মশিউর ও জনি মিয়া নানাভাবে ভয়-ভীতি দেখাতো। এক পর্যায়ে ক্ষিপ্ত মশিউর ও জনি মিয়া শনিবার গভীর রাতে ভাড়াটে লোকজন দিয়ে নব-নির্মাণাধীন ঘর ভেঙ্গে গুড়িয়ে দেয়।
এ বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ সরেস চন্দ্র ঘটনাস্থল পরিদর্শন শেষে মামলার প্রস্তুতি চলছে বলে জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন