রংপুরের পীরগঞ্জে প্রায় ৭০ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ
রংপুরের পীরগঞ্জ উপজেলার দুস্থ ও অতিদরিদ্র পরিবারের জন্য পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচীর আওতায় ৬ লাখ ৯২ হাজার ৯’শ মেট্রিকটন চাউল বরাদ্দ দেয়া হয়েছে। উপজেলার ১৫টি ইউনিয়নে ৬৭ হাজার ৭’শ ৫০টি পরিবার ও পীরগঞ্জ পৌরসভায় ১ হাজার ৫শ’৪০টি পরিবারের মাঝে প্রতি পরিবার ১০ কেজি হারে চাল বরাদ্দ দিয়েছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, বরাদ্দকৃত ভিজিএফ চাউল বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিতরণ অব্যাহত রয়েছে। ঈদের আগেই বিতরণ সমাপ্ত হবে। জনসংখ্যার বিভাজনে ইউনিয়ন ও পৌরসভায় বরাদ্দ দেয়া হয়েছে। সে অনুযায়ী চৈত্রকোল ইউনিয়নের ৪ হাজার ১’শ ৫০টি পরিবারে ৪১.৫০০ মেট্রিকটন, ভেন্ডাবাড়ী ইউনিয়নের ৩ হাজার ৭’শ ৫০টি পরিবারে ৩৭. ৫০০ মেট্রিকটন, বড়দরগাহ্ ইউনিয়নের ৪ হাজার ৯’শ ৫০টি পরিবারে ৪৯.৫০০ মেট্রিকটন, কুমেদপুর ইউনিয়নের ৪ হাজার ৫০টি পরিবারে ৪০.৫০০ মেট্রিকটন, মদনখালী ইউনিয়নের ৪ হাজার ২’শ ৫০টি পরিবারে ৪২.৫০০মেট্রিকটন, টুকুরিয়া ইউনিয়নের ৩ হাজার ৬’শ ৮০টি পরিবারে ৩৬.৮০০মেট্রিকটন, বড়আলমপুর ইউনিয়নের ৩ হাজার ৯’শ ২০টি পরিবারে ৩৯.২০০মেট্রিকটন, রায়পুর ইউনিয়নের ৩ হাজার ৫’শ ৩০টি পরিবারে ৩৫.৩০০মেট্রিকটন, পীরগঞ্জ সদর ইউনিয়নের ৪ হাজার ৪’শ টি পরিবারে ৪৪ মেট্রিকটন, শানেরহাট ইউনিয়নের ৪ হাজার ৫’শ ২০টি পরিবারে ৪৫.২০০মেট্রিকটন, পাঁচগাছী ইউনিয়নের ৪ হাজার ৪’শ ৫০টি পরিবারে ৪৪.৫০০মেট্রিকটন, মিঠিপুর ইউপির ৫ হাজার ৩’শ ৫০টি পরিবারে ৫৩.৫০০মেট্রিকটন, রামনাথপুর ইউপির ৬ হাজার ৫০টি পরিবারে ৬০.৫০০মেট্রিকটন, চতরা ইউনিয়নের ৫ হাজার ৫০টি পরিবারে ৫০.৫০০মেট্রিকটন, কাবিলপুর ইউপির ৫ হাজার ৬’শ ৫০টি পরিবারে ৫৬.৫০০মেট্রিকটন ও পীরগঞ্জ পৌরসভা ১ হাজার ৫শ’ ৪০টি পরিবারে ১৫.৫০০মেট্রিকটন সহ মোট ৬৯ হাজার ২’শ ৯০ জন দুস্থ, অতিদরিদ্র পরিবারের জন্য পরিবার প্রতি ১০ কেজি করে ৬৯২.৯০০ মেট্রিকটন চাল ভিজিএফ সহায়তা বরাদ্দ এসেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায় জানান, ঈদের আগেই বরাদ্দকৃত চাউল বিতরণ কার্যক্রম সমাপ্ত হবে। ইতোমধ্যে বিতরণ শুরু করেছি আমরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন