রংপুরের পীরগঞ্জে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদত বার্ষিকী পালিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/08/15-Agust.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
রংপুরের পীরগঞ্জে রোববার (১৫ আগস্ট) বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগসহ উপজেলার সরকারি বেসরকারী প্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।
গৃহীত কর্মসুচির মধ্যে ছিল আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা সভা, মসজিদে দোয়া মাহফিল, অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা ও শেষে কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়।
উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রাণী রায়।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, সহকারী কমিশনার (ভুমি) আলাউদ্দিন ভুঁঞা জনী, পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম প্রমুখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন