রংপুরের পীরগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
রংপুরের পীরগঞ্জে ইটভাটায় কাজ করার সময় বজ্রপাতে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ঢাকা-রংপুর মহাসড়কের বত্রিশমাইল বিটিসি এলাকার একটি ইটভাটায় এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন-গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট তিলকপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে নাজমুল (১৮), একই উপজেলার ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামের সিরুলের ছেলে সিয়াম (২০), একই এলাকার আল আমিনের ছেলে শাহাদত (২৫), আয়তালের ছেলে রাশেদুল (২৪) ও সোনাতলা কবুলপুর গ্রামের জব্বারের ছেলে জলিল (৩৫)।
স্থানীয়রা জানান, দুপুরে গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে ইট ভাটায় কাজ করছিলো শ্রমিকরা। এসময় হঠাৎ বজ্রপাতে ৪ জন ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়া পথে ১ জনের মৃত্যু হয়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন