রংপুরের পীরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রংপুরের পীরগঞ্জের বড়আলমপুর ইউনিয়নে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুন) বিকেলে বড়আলমপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন- পত্নীচড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান, মাইটিভির রংপুর প্রতিনিধি মাহমুদুল হাসান, তাঁতারপুর গ্রামের রুহুল আমিন, ধর্মদাসপুরের আকমল হোসেন ও আব্দুল মান্নান, ইউপি সদস্য সাদেক আলী প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বড়আলমপুর ইউনিয়নের করতোয়া নদীর চরে প্রত্যহ দিবারাত্রি জুয়া খেলার আসর চলছে। জুয়ার কারণে এলাকায় আশঙ্কাজনহারে চুরি বৃদ্ধি ও মাদকসেবীদের আখড়ায় পরিনত হয়েছে।
সম্প্রতি জুয়া খেলতে গিয়ে টাকা হেরে ২ব্যক্তি প্রাণ হারিয়েছে। তারা হলেন- উপজেলার বড়আলমপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের শফিকুল ইসলাম ও সাদুল্লাপুর উপজেলা সদরের প্রভাষক রবিউল ইসলাম রবি। তারা দু’জনে জুয়ায় টাকা হেরে হ্যার্ডএটাকে মৃত্যুবরণ করেন। এলাকাবাসী অবিলম্বে জুয়া বন্ধসহ চিহ্নিত জুয়াড়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে এ মাদববন্ধনের করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন