রংপুরের পীরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রংপুরের পীরগঞ্জের বড়আলমপুর ইউনিয়নে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুন) বিকেলে বড়আলমপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন- পত্নীচড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান, মাইটিভির রংপুর প্রতিনিধি মাহমুদুল হাসান, তাঁতারপুর গ্রামের রুহুল আমিন, ধর্মদাসপুরের আকমল হোসেন ও আব্দুল মান্নান, ইউপি সদস্য সাদেক আলী প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বড়আলমপুর ইউনিয়নের করতোয়া নদীর চরে প্রত্যহ দিবারাত্রি জুয়া খেলার আসর চলছে। জুয়ার কারণে এলাকায় আশঙ্কাজনহারে চুরি বৃদ্ধি ও মাদকসেবীদের আখড়ায় পরিনত হয়েছে।

সম্প্রতি জুয়া খেলতে গিয়ে টাকা হেরে ২ব্যক্তি প্রাণ হারিয়েছে। তারা হলেন- উপজেলার বড়আলমপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের শফিকুল ইসলাম ও সাদুল্লাপুর উপজেলা সদরের প্রভাষক রবিউল ইসলাম রবি। তারা দু’জনে জুয়ায় টাকা হেরে হ্যার্ডএটাকে মৃত্যুবরণ করেন। এলাকাবাসী অবিলম্বে জুয়া বন্ধসহ চিহ্নিত জুয়াড়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে এ মাদববন্ধনের করেন।