রংপুরের পীরগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদের দুই কমিটি নিয়ে উত্তেজনা

রংপুরের পীরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটি গঠনে অনিয়মের বিরুদ্ধে আপত্তি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছে মুক্তিযোদ্ধারা।
অভিযোগে জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর বীর মুক্তিযোদ্ধা মোকলেসুর রহমানের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সংসদের সদস্যদের অংশগ্রহণে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসনকে আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে সভার সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক কমিটি অনুমোদনের জন্য ৮ সেপ্টম্বর জেলা আহ্বায়ক বরাবর প্রেরণ করা হয়।
অপর দিকে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে আহ্বায়ক করে আরও একটি পৃথক কমিটি অনুমোদনের জন্য জেলা কমিটিতে প্রেরণ করা হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদে আহ্বায়ক বরাবরে পীরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ২টি কমিটি প্রেরণ করায় মুক্তিযোদ্ধাদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
ওই সভার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোকলেসুর রহমান জানান, মুক্তিযোদ্ধা সংসদের বিধি সংগত একটি নির্বাচিত কমিটি অনুমোদনের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দেয়া হয়। জানা গেছে, সাধারন সভায় ৩৩ জন সদস্যের মধ্যে ১৬ জন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম জানান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাথে যোগাযোগ করে একটি সাধারন সভার মাধ্যমে সমঝোতার ভিত্তিতে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন