রংপুরের পীরগঞ্জে মুজিব বর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারে জমি ও গৃহ প্রদান উপলক্ষে প্রেস কনফারেন্স

রংপুরের পীরগঞ্জে মুজিব বর্ষে ৩য় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারে অনুকুলে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রেস কনফারেন্স করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায়।

রোববার (২৪ এপ্রিল) বিকাল ৫ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। প্রেস কনফারেন্সে তিনি জানান, ৩য় পর্যায়ে পীরগঞ্জে ২শ’৪০ টিকে ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের জন্য বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে আগামী ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১শ’২০টি পরিবারকে জমি হস্তান্তর করবেন। এসব ঘরে রয়েছে ২টি শয়নকক্ষ, বারান্দা, রান্নাঘর ও শৌচাগার। এছাড়াও এসকল পরিবারের জন্য নিশ্চিত করা হবে বিদ্যুৎ ও সুপেয় পানি।

উল্লেখ্য, ২০২১ সালের ২০ জানুয়ারি ১ম পর্যায়ে ৬৯হাজার ৯শ’ ০৪টি, একই সালের ২০ জুন ২য় পর্যায়ে ৫২হাজার ৯শ’ ৪৫টিকে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ২শতাংশ জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে।