রংপুরের পীরগঞ্জে শীতার্তদের মাঝে সেনাবাহিনী’র কম্বল বিতরণ
রংপুরের পীরগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে। শনিবার (১১ জানুয়ারী) পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৬৬ পদাতিক ডিভিশন, ৭২ পদাতিক ব্রিগেড কর্তৃক পীরগঞ্জ সেনা ক্যাম্পের আয়োজনে উপজেলার কুমেদপুর, মদনখালি, পীরগঞ্জ সদর পাঁচগাছি, মিঠিপুর, রামনাথপুর, চতরা ও কাবিলপুরে সাড়ে ৪শ’ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক বিগ্রেডের অধিনে ৩৪ ইস্ট বেঙ্গল-এর অধিনায়ক লেফটেন্টেন্ট কর্নেল আবু মোঃ শাহারিয়ার মিথুন সহ অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন