রংপুরের মিঠাপুকুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রংপুরের মিঠাপুকুর উপজেলার কানুদাশপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে একহাজারেরও বেশি অসহায়,দরিদ্র মানুষসহ দুই শতাধিক স্কুলগামী ছাত্র-ছাত্রীকে চিকিৎসা ও ঔষধ দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর ) উপজেলার কানুদাশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগীয় এ কর্মসূচির আয়োজন করে দেশের শিশু ও যুবকের নিয়ে কাজ করা জনপ্রিয় সংগঠন ‘ওয়ার্ল্ড চাইল্ড এন্ড ইয়ুথ ফোরাম ‘।
ক্যাম্পে ফ্রি চিকিৎসা নিতে আশেপাশের ৫ টি গ্রাম থেকে ভিড় করেন মানুষ। সবাইকে চিকিৎসা দিতে উপজেলা স্বাস্থ্য বিভাগের ৪ জন ডাক্তার নিয়োজিত ছিলেন।
এসময় অত্র সংগঠনের প্রধান নির্বাহী মুরাদ খান বলেন, “ক্যাম্পটি সফল করার জন্য উপজেলা স্বাস্থ্য বিভাগ ঔষুধ এবং চিকিৎসক দিয়ে আমাদের কর্মসূচিকে সফল করতে সহযোগিতা করেছে। এজন্য মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা আশা করি এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে অসহায়, সুবিধাবঞ্চিত মানুষসহ স্কুলগামী ছাত্রী – ছাত্রীদের মধ্যে স্বাস্থ্য ঝুঁকি হ্রাস পাবে।”
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন



















