রংপুরে আনসার ও ভিডিপি’র উদ্দ্যেগে শিক্ষাবৃত্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের আয়োজনে আনসার ও ভিডিপি শিক্ষাবৃত্তি-২০২৩ প্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছেলে মেয়েদের মধ্যে বৃত্তির অর্থ, ক্রেষ্ট, সনদ ও বইপত্র বিতরণ এবং বাহিনীর অফিস স্টাফ ও ব্যাটালিয়ন আনসার সদস্যদের মধ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জাতীয় সমাবেশ পুরস্কার-২০২৩ উপলক্ষ্যে অনুদানের অর্থ , ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান অনুষ্ঠান ২০ জুন মঙ্গলবার বাহিনীর জেলা প্রশিক্ষণ কেন্দ্র, মাহিগঞ্জ, রংপুরে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তি ও অনুদানের অর্থ, ক্রেস্ট, সনদ, বইপত্র, সম্মাননা সনদ প্রদান করেন বাহিনীর রংপুর রেঞ্জের পরিচালক মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস।
উক্ত অনুষ্ঠানে রংপুর বিভাগের বিভিন্ন জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য-সদস্যাদের ছেলে মেয়েদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৩ জন ছাত্র ছাত্রীর মধ্যে এসএসসি-১০০০০ টাকা, এইচএসসি-১২০০০ টাকা করে মোট ২,২৮,০০০ টাকা, অসমাপ্ত আত্মজীবনী, শেখ মুজিব আমার পিতা, আমি রাসেল বলছি, বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা, বিশ্বের সংক্ষিপ্ত ইতিহাস এই ৫ টি বই এর ১ টি করে সেট, ক্রেস্ট এবং সনদ প্রদান করা হয়। একই সাথে অত্র বিভাগের বিভিন্ন ইউনিটের ১৬ জন অফিস স্টাফ ও ব্যাটালিয়ন আনসারের মধ্যে অনুদানের অর্থ, ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি সংশ্লিষ্ট সকলকে স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ার মিশনারী ও ভিশনারী উদ্দেশ্য ও দৃঢ় অঙ্গিকার নিয়ে গড়ে ওঠার ও দেশ গড়ার আহবান জানান।
এসময় অনুষ্ঠানে রংপুর বিভাগের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল ব্যাটালিয়ন অধিনায়ক ও জেলা কমান্ড্যান্ট, বৃত্তিপ্রাপ্ত ছাত্রী-ছাত্রীদের অভিভাবকবৃন্দ, মনিটরিং মাঠকর্মী, গনসংযোগ সহকারী ও ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন