রংপুর মেট্রোপলিটন পুলিশের সেবা সপ্তাহ উদ্বোধন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/09/News-Photo-Rang.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৪র্থ বর্ষপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উদযাপন উপলক্ষে নগরীর ডিসি’র মোড়ে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা বিপিএম (বার), পিপিএম।
শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা বেলুন উড়িয়ে পুলিশ সেবা সপ্তাহ উদ্বোধন করেন।
এ উপলক্ষে পুলিশ কমিশনারের নেতৃত্বে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড দ্বারা সজ্জিত একটি বর্ণাঢ্য র্যালী পুলিশ কমিশনার কার্যালয় হতে বঙ্গবন্ধুর ম্যুরাল পর্যন্ত প্রদক্ষিণ করে আবার পুলিশ কমিশনার কার্যালয় গিয়ে শেষ হয়। কম সময়ের মধ্যে সেবা প্রদানের আশ্বাস দিয়েছেন অপরাধ বিভাগের এই উপপুলিশ কমিশনার।
এসময় পুলিশের বিভিন্ন কর্মকর্তা, কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটির সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন