রমজান মাস উপলক্ষে বাংলাদেশকে ৫০ মেট্রিক টন খাদ্য দিল আমিরাত
সংযুক্ত আরব আমিরাত পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে খাদ্য সামগ্রী পাঠাচ্ছে। তারই অংশ হিসেবে বাংলাদেশে ৫০ মেট্রিক টন খাদ্য সরবরাহ বহনকারী একটি বিমান পাঠিয়েছে দেশটি।
দেশটির সংবাদ সংস্থা ওয়াম জানিয়েছে, বৃহস্পতিবার (৬ মে) এমিরেটস এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে করে খাদ্য সামগ্রী ঢাকায় পৌঁছেছে।
ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের চার্জ-ডি-অ্যাফায়ার্স আবদুল্লাহ আলী আল-হামদৌদী বলেছেন, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ঐতিহাসিক সম্পর্কে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে আসছে। পবিত্র রমজান মাসে এই খাদ্য সামগ্রী সে সহযোগিতার অংশ বিশেষ।
তিনি বলেন, ২০২০ সালের এপ্রিলে সংযুক্ত আরব আমিরাত কোভিড-১৯ সংক্রমণে প্রতিরোধেও দেশটিকে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল। সে সময় ৭ মেট্রিক টন মেডিকেল সামগ্রীসহ একটি বিমান বাংলাদেশে পাঠিয়েছিল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন