রমেকে দুই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসাপাতালে অসুস্থ মায়ের চিকিৎসা করাতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে গাইবান্ধার সাদুল্লাপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুন) দুপুরে উপজেলার সর্বস্তরের জনসাধারণের আয়োজনে সাদুল্লাপুর বহুমূখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়ার খান বিপ্লব, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক হাফিজার রহমান বাদল, সাদুল্লাপুর প্রেসক্লাবের সহ সভাপতি মাহমুদুল হক মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোন্তেজার রহমান চঞ্চল, ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক কামরুল হাসান, সাবেক ভিপি আ স ম সাজ্জাদ হোসেন পল্টন, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি আহসান হাবিব নাহিদ প্রমুখ।

বক্তারা, আগামী ৭২ ঘন্টার মধ্যে প্রকৃত দোষিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ মেডিকেল হাসপাতালের পরিচালকের অপসারণ, দালাল ও দূর্ণীতিমুক্ত হাসপাতালের দাবি জানান।