রসিক নির্বাচন : ৬৩টি কেন্দ্রে এগিয়ে লাঙল
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/12/rangpur-5-20171221191433.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গণনা চলছে। বিভিন্ন কেন্দ্রের ফলাফল আসতে শুরু করেছে।
এই নির্বাচনে প্রধান তিন প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকে সরফুদ্দীন আহমেদ ঝন্টু, বিএনপির ধানের শীষ প্রতীকে কাওছার জামান বাবলা ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মোস্তাফিজার রহমান মোস্তফা।
সর্বশেষ পাওয়া ৬৩টি কেন্দ্রের ফলাফলে লাঙ্গল প্রতীক ৫১ হাজার ২৮৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছে। নৌকা প্রতীক পেয়েছে ২০ হাজার ২৭ ভোট। আর ধানের শীষ ৯ হাজার ৩৬২ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট ১৯৩টি কেন্দ্রে সিটি করপোরেশনে নির্বাচনে ভোট নেয়া হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন