রাঙ্গামাটিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে রাঙ্গামাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
শনিবার (২ জানুয়ারী) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের রাঙ্গামাটি জেলা কার্যালয় প্রাঙ্গনে বেলুন উড়িয়ে ও কেক কেটে অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রাঙ্গামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, মাদকব্যবসার সাথে যারা জড়িত তাদের ব্যাপারে সঠিক তথ্য না দেয়ায় মাদকের বিস্তার ঘটছে এবং মাদক পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। তিনি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সকলকে সচেতন থাকার আহবান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রতন কুমার নাথ, রাঙ্গমাটি জেলা কারাগারের জেইলার বাহারুল ইসলাম, ডিজিএফআই নিরাপত্তা অফিসার কাজী নাজমুল হোসাইন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক রাঙামাটির সম্পাদক আনোয়ার আল হক,মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক শিবনাথ কুমার সাহা,উপপরিদর্শক জসীম উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবাষির্কীতে এইবারের প্রতিপাদ্য ছিল “জীবনকে ভালবাসুন মাদক থেকে দূরে থাকুন”।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন