রাজধানীতে স্বামীর সঙ্গে অভিমানে ‘আত্মহত্যা’ গৃহবধূর
রাজধানীতে বিউটি আক্তার (২২) নামে মৃত্যু হয়েছে এক গৃহবধূর। তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি তার স্বামীর। বুধবার (৫ জানুয়ারি) ভাটারায় ছোলমাইদ এলাকায় রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই গৃহবধূর স্বামী চান মিয়া বলেন, আমি পেশায় একজন রিকশাচালক। রিকশা চালিয়ে বাসায় এসে স্ত্রীর কাছে খাবার চাই। এসময় স্ত্রী তরকারি রান্না করার সময় পুড়িয়ে ফেললে আমি তাকে বকা দেই। পরে রুটি-কলা আনতে দোকানে যাই। বাসায় এসে দেখি ঘরের দরজা বন্ধ। ডাকাডাকি করেও দরজা না খুললে ভেঙে ভেতরে গিয়ে দেখি কাঠের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে রয়েছে স্ত্রী। পাশেই আমার দুই বছরের ছেলে বিপ্লব শুয়ে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি জানান, তাদের গ্রামের বাড়ি, ঝিনাইদহের মহেশপুরে। বর্তমানে ভাটারার ছোলমাইদ এলাকার দাগ নম্বর ১৪৪০ একটি টিনশেড বাসায় থাকেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এক গৃহবধূ ফাঁস লাগানো অবস্থায় হাসপাতালে আসে। আসার পরপরই তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন