রাজধানীতে ৩ স্টিল মিলের বিরুদ্ধে মামলা-জরিমানা
ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী তিনটি স্টিল অ্যান্ড রি-রোলিং মিল প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরের ডেমরা ও শ্যামপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৩ জুন) ঢাকা মহানগরীর ডেমরা ও শ্যামপুর এলাকায় বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স আল নুর স্টিল অ্যান্ড রি-রোলিং মিলস লিমিটেড, মেসার্স সুফিয়া স্টিল অ্যান্ড রি-রোলিং মিলস এবং টেকনোসান স্টিল লিমিটেড নামক প্রতিষ্ঠান তিনটিতে ব্যবহৃত ওয়েব্রিজ বা ট্রাক স্কেলের ভেরিফিকেশন সনদ না থাকায় প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তারের নেতৃত্বে পরিদর্শক মো. রফিক আজাদ অংশগ্রহণ করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন