রাজধানীতে ৪ হজ এজেন্সিকে ৫০ লাখ টাকা জরিমানা

হজযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ৪ টি এজেন্সিকে ৫০ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রাজধানীর নয়াপল্টনে এ অভিযান চালানো হয়। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে মঙ্গলবার (২৫ জুন) বিকেলে শুরু হয় এ অভিযান। র‌্যাব জানায়, হজযাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতেই তারা এ অভিযান পরিচালনা করা হয়।

যাত্রীদের অভিযোগ হজ এজেন্সিগুলো তাদের কাছ থেকে নানা অজুহাতে ইচ্ছে মতো বিমানের টিকেট মূল্য রাখছে।