রাজধানীর মসজিদে ঢুকে দোকানিকে হত্যা, গ্রেফতার ৫
রাজধানীর কড়াইল বস্তিতে মসজিদে ঢুকে আল আমিন সরকার (৩৪) নামের এক দোকানিকে কুপিয়ে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগ।
বুধবার (২৪ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চত করেছেন গুলশান গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মশিউর রহমান।
তিনি বলেন, কড়াইল বস্তিতে আল আমিন সরকার নামের একজনকে কুপিয়ে হত্যার ঘটনার রহস্য উদঘাটন ও হত্যাকাণ্ডে জড়িত পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন মাহবুব, আমজাদ, রাসেল, ইলিয়াস ও মাসুদ।
এ বিষয়ে বৃহস্পতিবার (২৫ আগস্ট) ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন গোয়েন্দা প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
এদিকে এ ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গত ২১ আগস্ট বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন নিহত আল আমিনের স্ত্রী রিতা আক্তার।
তিনি বলেন, গত বুধবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে কড়াইল বস্তির একটি মসজিদে ঢুকে একদল অস্ত্রধারী সন্ত্রাসী আল আমিনকে কুপিয়ে হত্যা করে। আল আমিনকে বাঁচাতে তার বড় ভাই নাসির সরকার এগিয়ে এলে তাকেও সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর অবস্থায় ফেলে যায়। পরে দুজনকে ঢাকা মেডিকেলে নিলে আল আমিনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন
রিতা আক্তার আরও বলেন, হত্যাকাণ্ডে যারা সরাসরি অংশগ্রহণ করে তারা হলেন- নুরে আলম নূর, মোহাম্মদ আলী, আমজাদ হোসেন, খাজা, আলী হোসেন, মামুন, তানভীর, স্বাধীন, মেহেদী, সুমন, রাসেল, মাহবুব, মাসুদ, ইলিয়াস, স্বপন, শফিকুল ইসলাম, মাহাবুব আলম, কফিন ও সেন্টুসহ আরও অনেকে। এ ঘটনায় বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন