রাজধানীর মহাসড়কে গ্যাসপাইপ লাইন লিকেজ, ব্যাপক দুর্ভোগ
রাজধানীর উত্তরা হাউজবিল্ডিং এলাকায় ৩য় বারের মত গ্যাসলাইন লিকেজ (ছিদ্র) হয়ে প্রচণ্ড বেগে গ্যাস নির্গত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে বাস রেপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজের পাইলিং করতে গিয়ে গ্যাসের বিতরণ পাইপ লাইন কেটে গ্যাস নির্গত হওয়ার ঘটনা ঘটে।
এ পরিস্থিতিতে ঢাকা ময়মনসিংহের মহাসড়কের উত্তরা হাউজবিল্ডিং এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে নগরবাসী ব্যাপক দুর্ভোগের শিকার হন।
উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার জুলফিকার আলী জানান, গাড়ির চাপ বাড়তে থাকলে ডাইভারশন করে কিছু গাড়ি বিকল্প সড়ক দিয়ে পাঠান।
উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম জানান, রাজধানীর উত্তরা হাউজবিল্ডিং ঢাকা ময়মনসিংহ রোডে বাস রেপিড় ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজের পাইলিং করতে গিয়ে গ্যাসের বিতরণ পাইপ লাইন কেটে গ্যাস নির্গত হওয়ার সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই বিকট শব্দে গ্যাস নির্গত হচ্ছে।
তিনি জানান, উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আশেপাশে লোকজনদের নিরাপদে সরিয়ে দেয় যাতে করে আগুন লাগলে তাৎক্ষণিক মোকাবেলা করা যায়।
ফায়ার সার্ভিস কর্মকর্তা সফিকুল ইসলাম আরও জানান, একই স্থানে আগেও দুবার পাইলিং করতে গ্যাসের বিতরণ পাইপ লাইন কেটে বিকট শব্দে গ্যাস নির্গত হয়েছিল।
তিনি আরো বলেন, এ ধরনের কাজে সংশ্লিষ্ট গ্যাস অফিসের সঙ্গে সমন্বয় করে কাজ করলে এ ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া সম্ভব।
পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, তিতাস গ্যাসের টিম এবং স্থানীয় প্রশাসনের একাধিক টিম গ্যাস বন্ধে কাজ করে।
এদিকে এ ঘটনায় আজমপুর থেকে মহাখালী এবং হাউজ বিল্ডিং থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
তিতাস গ্যাসের উপ-সহকারী প্রকৌশলী রঞ্জিত সিংহ জানান, খবর পেয়ে তিতাস গ্যাসের টিম নিয়ে ঘটনাস্থলে আসেন। এবং পাইপ মেরামতের কাজ করেন। হাউজ বিল্ডিংয়ের ট্রাফিক ইন্সপেক্টর আসাদ জানান, রাত সাড়ে আটটায় গ্যাস নির্গত হওয়া বন্ধ হলে যান চলাচল স্বাভাবিক করে দেয়া হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন