রাজশাহীতে অটোচালকদের ধর্মঘট! ভোগান্তিতে যাত্রীরা

রাজশাহী নগরীর রাস্তায় হঠাৎ অটোচালকদের অঘোষিত ধর্মঘট শুরু হয়েছে। রবিবার (২৮ আগস্ট) সকাল থেকে বড় অটোরিকশাগুলো রাস্তায় দেখা মিলছে না। এতে ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজগামী ও সাধারণ যাত্রীরা।

সরেজমিন ঘুরে দেখা গেছে, যে দুই-একটা অটোরিকশা চলছে, সেগুলোতে ভাড়া চাইছে দুই-তিন গুণ বেশী। ভদ্রা থেকে রেলগেটের ভাড়া চাইছে ২০ টাকা। স্বাভাবিক সময়ে এ ভাড়া থাকে পাঁচ থেকে সাত টাকার মধ্যে।

অটোরিকশা মালিক সমিতির দাবী, তারা এর সাথে সম্পৃক্ত নয়। তবে অটো চালকদের হয়ে স্থানীয় একজন কাউন্সিলর উপদেষ্টা হিসেবে কাজ করছেন বলে জানা গেছে। তিনিই অটোচালকদের উসকে দিচ্ছেন ভাড়া বাড়ানোর জন্য অটোরিকশা চলাচল বন্ধ করে যাত্রীদের জিম্মি করতে।

পথচারীদের মধ্যে কলেজছাত্রী মানিষা খাতুন বলেন, লক্ষীপুর থেকে রাজশাহী কলেজে যাবো। রাস্তায় বের হয়ে দেখি বড় অটোরিকশা বন্ধ। দুই-একটা দেখা গেলেও ভাড়া চায় ২৫ টাকা। ছোট অটোরিকশাগুলোও একই অবস্থা। আমরা শিক্ষার্থীরা পড়েছি বেকায়দায়।

আরেক শিক্ষার্থী মানিক হোসেন বলেন, অটোরিকশা বন্ধ থাকায় বাধ্য হয়ে কলেজে হেঁটে যাচ্ছি।