রাজশাহীতে করোনা উপসর্গে নিয়ে আরও ৩ জনের মৃত্যু
রাজশাহীতে করোনা উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টা থেকে রবিবার (২৪ জুলাই) সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়।
জানাযায়, নগরীর মতিহার থানার চাম্পা (৪০), বোয়ালিয়া থানার রোজলি (৮০) ও নাটোরের পাইকেরদোল এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক (৬০) করোনায় মৃত্যু হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) তথ্যমতে, বর্তমানে হাসপাতালে মোট ২৪টি শয্যায় বর্তমানে রোগী আছেন ৮ জন। এর মধ্যে সন্দেহভাজন ৫ জন, পজিটিভ ১ জন ও নেগেটিভ ২ জন। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের ল্যাবে করোনার কোনো নমুনা পরীক্ষা না হলেও মেডিকেল কলেজের ল্যাবে ৪৪টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে শনাক্ত হয়েছেন ৯ জন। নমুনা পরীক্ষা পর্যালোচনায় শনাক্তের হার ২০ দশমিক ৪৬ ভাগ।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, দিন দিন করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এর আগের দিনও উপসর্গে ৩ জন রোগী মারা গেছেন। আজও উপসর্গে রাজশাহীর ৩ জন মারা গেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন