রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ৫.৮

রাজশাহীসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে জাঁকিয়ে বসেছে শীত। গত তিন দিন ধরে দিনে-রাতের গড় তাপামাত্রা ওঠানামা করছে ৭ থেকে ৫ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে।

ফলে পুরো অঞ্চলজুড়ে অনুভূত হচ্ছে- তীব্র শীত। এতে উত্তরাঞ্চলের স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভোটের দিন অঞ্চলজুড়ে শীতের তীব্রতা আরও বাড়বে বলে আগাম বার্তা দিয়েছে স্থানীয় আবহাওয়া দফতর।

রাজশাহী আবহাওয়া দফতরের পর্যবেক্ষণ সেলের দেয়া তথ্যমতে, চলতি শীত মৌসুমে শনিবার সকালে রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

রাজশাহী আবহাওয়া দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, গত তিন দিন ধরে রাজশাহীসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে মাঝারি শৈত্যপ্রবাহ চলছে। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলিসিয়াসের নিচে হলেই সেটিকে শৈত্যপ্রবাহ বলে ধরা হয়।

আবহাওয়া কর্মকর্তা আরও জানান, শনিবার দিনের শেষে আরও শীতের প্রকোপ বাড়তে পারে। রোববারও একই ধরনের তাপমাত্রা বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। আগামী ২ জানুয়ারি পর্যন্ত উত্তরাঞ্চলসহ দেশের অনেক জায়গায় শীতের এই দাপট চলতে পারে বলে রাজশাহী আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে।