রাজশাহী-কক্সবাজার রুটে বিমান চলাচল শুরু হয়েছে

রাজশাহী থেকে কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে নভোএয়ার।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরে প্রথম ফ্লাইট উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

ফ্লাইটটি প্রতি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী থেকে ছেড়ে বেলা ১২টার দিকে কক্সবাজার পৌঁছাবে এবং প্রতি রোববার বিকেল ৩টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে বিকেল ৫টা ৫ মিনিটে রাজশাহী পৌঁছাবে। এই রুটে ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার ৯০০ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালনা মফিজুর রহমান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি শাহিন আক্তার রেনী, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীর সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাজশাহী মেট্রোপলিটিন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং ট্রাভেল এজেন্সী ও স্থানীয় নেতৃবৃন্দ।