রাজৈর সড়ক দুর্ঘটনায় গৃহবুধূ নিহত
মাদারীপুর প্রতিনিধি : মঙ্গলবার মাদারীপুরের রাজৈর উপজেলার বাসস্ট্যান্ডের কাছে সড়ক দুর্ঘটনায় শিপ্রা বালা (৪১) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। এ দুর্ঘটনায় তার স্বামী আনন্দ বালা ও ঘাতক ট্রাকের হেলপার সোহাগ হাওলাদার আহত হয়ে থাকে।
স্থানীয়দের সুত্র থেকে জানা যায়, রাজৈর আমগ্রাম ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের আনন্দ বালা নিজের অটোভ্যানে করে তার স্ত্রী শিপ্রা বালা ও ছেলেকে নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ডের কাজে এসেই রাজশাহী থেকে বরিশালের উদ্দেশ্য যাওয়ার লিচু ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানকে ধাক্কা দিলে এ সময়ে ঘটানান্থালেই গৃহবধূ শিপ্রা বালা মারা যান। এতে নিহতের স্বামী আনন্দ বালা ও ঘাতক ট্রাকের হেলপার সোহাগ হাওলাদার আহত হয়। আহতদের রাজৈর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন