পাঁচবিবিতে খোলা আকাশের নিচে পাঠদান

তোহা আলম প্রিন্স, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে খোলা আকাশের নিচে চলছে পাঠদান। গত সোমবার গভীর রাতে কালবৈশাখী ঝড়ে উপজেলার মৃধাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষতি হয়। সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখাযায় ঝড়ে একটি বড় মেহগনি গাছ স্কুলের উপর পরে সব শ্রেণীকক্ষ ভেঙ্গে যায়। একারনে নিয়মিত পাঠ দান পরিচালনার জন্য খোলা আকাশের নিচেই ক্লাশ নিচ্ছেন শিক্ষকরা। প্রধান শিক্ষক নাজমুল হক বলেন, বিগত দিনে স্কুলটি রেজিষ্টার ভুক্ত ছিল। ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয় করন হয়। ঝড়ে ক্লাশ রুম ভেঙ্গে গেলেও ছাত্র-ছাত্রীদের পড়ালেখা ঠিক রাখতে বাধ্য হয়েই আমরা খোলা আকাশের নিচেই পাঠদান করে যাচ্ছি। বর্তমানে বিদ্যালয়টিতে ১৫০ জন ছাত্রছাত্রী অধ্যায়নরত আছে।