রাণীনগরে গভীর নলকূপের ৫ টি ট্রান্সফরমার চুরি
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে একই রাতে গভীর নলকূপের ৫টি ট্রান্সফরমার চুরি হয়েছে। বুধবার রাতে উপজেলার একডালা ইউপি’র শিয়ালা গ্রামে বরেন্দ্র বহুমূখি উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় দুইটি গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায় চোরেরা। শিয়ালা গ্রামের ওই মাঠে বরেন্দ্র কর্তৃপক্ষের ৪ টি গভীর নলকূপ রয়েছে, এর মধ্যে একটি নলকূপের দুইটি এবং অপর নলকূপের তিনটি ট্রান্সফরার চুরি হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষাধিক টাকা। তবে চুরি যাওয়া নলকূপ দুইটিতে কোন পাহারাদার ছিল না বলে নলকূপ ম্যানেজার শ্রী স্বপন চন্দ্র জানান।
এব্যাপারে রাণীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান জানান, ট্রান্সফরমার চুরির ঘটনাটি শুনেছি তবে এখনো কেউ কোন অভিযোগ করেনি। তার পরেও বিষয়টি গুরুত্বের সাথে ক্ষতিয়ে দেখা হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন