রাণীনগরে গরু চুরি মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী জাকির গ্রেফতার

নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে গরু চুরি মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী জাকির হোসেন (৫০) কে গ্রেফতার করেছে। ২ আগস্ট বুধবার দুপুরে তাকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করা হয়েছে।

গরু চুরির একটি মামলায় পাঁচ বছর আগে বিজ্ঞ আদালত তিন বছরের সাজা প্রদান করেন তাকে। জাকির উপজেলার গিরিগ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,গরু চুরির মামলায় গত ২০১৯ সালে বিজ্ঞ আদালত জাকির হোসেনকে তিন বছরের সাজা প্রদান করেন। এর পর সাজা থেকে বাঁচতে গত পাঁচ বছর ধরে পালিয়ে ছিলেন।

বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জাকিরকে এদিন দুপুর পর আদালতে সোর্পদ করা হয়েছে।