রাতে হোটেলে উঠলেন স্বামী-স্ত্রী পরিচয়ে, সকালে মিলল নারীর মরদেহ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2020/11/rangpur_map-রংপুর.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
রংপুর নগরীর একটি আবাসিক হোটেল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারীর সঙ্গে আসা ব্যক্তি পালিয়ে গেছেন বলে দাবি হোটেল কর্তৃপক্ষের। ঘটনাস্থলে আলামত সংগ্রহের কাজ করছে পুলিশ, সিআইডি, পিবিআইসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
হোটেলের ম্যানেজার মোহাম্মদ আলী ও শাহ আলম জানান, বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় দিনাজপুরের বিরল থেকে আর্জিনা খাতুন (৪০) ও সাইফুল ইসলাম স্বামী-স্ত্রী পরিচয়ে নগরীর বসুন্ধরা আবাসিক হোটেলে ওঠেন।
শুক্রবার সকাল ৮টার দিকে ট্রেনের খবর নেওয়ার কথা বলে হোটেল থেকে বেরিয়ে যান সাইফুল। পরে হোটেলের ঝাড়ুদার হোটেলের কক্ষের দরজা তালাবদ্ধ দেখতে পান। এরপর ম্যানেজারসহ অন্যরা ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাননি। পরে তারা জানালা খুলে ভেতরে মরদেহ দেখতে পেয়ে হোটেলের মালিক ও পুলিশকে জানান।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন জানান, আমরা মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। পলাতক সাইফুলকে আটকের চেষ্টা করছি।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন