রাষ্ট্রপতির সঙ্গে নেদারল্যান্ডসের বিদায়ি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সাথে বুধবার (২৬ জুলাই) বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের বিদায়ি রাষ্ট্রদূত Anne van Leeuwen সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, নেদারল্যান্ডসের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার। এ দেশের বিভিন্ন খাতের উন্নয়নে নেদারল্যান্ডসের ইতিবাচক ভূমিকা রয়েছে। তিনি আরো বলেন, ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে নেদারল্যান্ডস বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়। তখন থেকেই দু’দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমান্বয়ে বাড়তে থাকে। বর্তমানে নেদারল্যান্ডস বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদারে পরিণত হয়েছে।

দু’দেশের দ্বিপক্ষিক সম্পর্ক উন্নয়নে রাষ্ট্রদূতের ভূমিকার প্রশংসা করে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দু’দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরো সম্প্রসারিত হবে।

রাষ্ট্রদূত তাঁর দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।