রাষ্ট্রীয় খরচে হজে যাচ্ছেন আরও ২২৯ জন
রাষ্ট্রীয় খরচে পবিত্র হজ পালনের জন্য মনোনীত আরও ২২৯ জন ধর্মপ্রাণ মুসল্লির নামের তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়।
ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ) এস এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন আজ (সোমবার) রাতে প্রকাশিত হয়।
মনোনীত ব্যক্তিরা সরকার ঘোষিত প্যাকেজ-২ এর আওতায় ফ্লাইটপ্রাপ্তি সাপেক্ষে আগামী ৯ আগস্টের আগে বা পরে সৌদি আরব যাবেন ও হজ পালন শেষে ১৭ সেপ্টেম্বর দেশে ফিরে আসবেন।
এর আগে গত ২৪ জুলাই প্রথম দফায় রাষ্ট্রীয় খরচে হজ পালনের জন্য ৮৬ জনের নামের তালিকা প্রকাশ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন