রেকর্ডের বন্যায় ভাসছে ‘পদ্মাবত’
রেকর্ডের বন্যায় ভাসছে সঞ্জয় লীলা বানশালির ‘পদ্মাবত’। অনেক চড়াই উৎরাই পেরিয়ে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে ২৫ জানুয়ারি। মুক্তির পরও দীপিকা-রণবীর-শহীদ অভিনীত এ সিনেমা খবরের শিরোনাম হচ্ছে।
ছবিটি মুক্তির পর দর্শক দুইভাগে বিভক্ত হয়ে গেছে। এক পক্ষ রণবীরের অভিনয়, দীপিকার সৌন্দর্যে বিমোহিত হয়েছে। অন্যপক্ষ ছবির ক্লাইমেক্স যেখানে শত শত নারী সম্ভ্রম রক্ষায় আগুনে ঝাঁপ দেন তা নিয়ে প্রশ্ন তুলেছে।
বানশালির শিল্পকে ঘিরে এই বিতর্ক ছবিটি সম্পর্কে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। ফলে ভারত ও আন্তর্জাতিক বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে ছবিটি। সাত দিনে ‘পদ্মাবত’ আয় করেছে ১৪৩ কোটি রুপি।
যেসব রেকর্ড গড়েছে ‘পদ্মাবত’
দীপিকার ৭: দীপিকাই বলিউডের প্রথম নায়িকা যার মোট ৭টি চলচ্চিত্র ১০০ কোটি রুপির বেশি আয় করেছে। এর আগে ‘রেস ২’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘রামলীলা’, ‘বাজিরাও মাস্তানি’ এবং ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ১০০ কোটির বেশি আয় করেছিল।
অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ আয়: মুক্তির প্রথম সপ্তাহ শেষ হওয়ার আগেই অস্ট্রেলিয়ায় ‘পদ্মাবত’ আয়ের রেকর্ড গড়েছে। পেছনে ফেলেছে শাহরুখের ‘দিলওয়ালে’, সালমানের ‘বজরঙ্গি ভাইজান’, ‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’কে। দীপিকার নিজের করা ‘বাজিরাও মাস্তানি’র রেকর্ডও ভেঙেছে ‘পদ্মাবত’।
রণবীর সিংয়ের হ্যাটট্রিক: এর আগে রণবীর সিংয়ের দুইটি চলচ্চিত্র ১০০ কোটির বেশি রুপি আয় করেছিল। ওই দুইটিও (রামলীলা ও বাজিরাও মাস্তানি) সঞ্জয় লীলা বানশালির পরিচালনায়।
চার দিনে আয়ের রেকর্ড: চার দিনে ১১০ কোটি আয় করে এর মধ্যে বলিউডের প্রথম সপ্তাহে সর্বকালের সর্বাধিক আয় করা চলচ্চিত্রগুলোর মধ্যে চার নম্বরে চলে এসেছে ‘পদ্মাবত’। প্রথম তিনটি ছবিই সালমানের। এগুলো হল ‘সুলতান’, ‘প্রেম রতন ধন পায়ো’, ‘টাইগার জিন্দা হ্যায়’।
শহীদ কাপুরের প্রথম: ‘পদ্মাবত’ এর মাধ্যমেই অবশেষে ১০০ কোটির ক্লাবে নাম লেখাতে পেরেছেন শহীদ কাপুর।
উত্তর আমেরিকায় আয়ের রেকর্ড: ২৭ জানুয়ারি মুক্তির প্রথম দিনেই উত্তর আমেরিকায় আয়ের দিক দিয়ে রেকর্ড করেছে ‘পদ্মাবত’। পেছনে ফেলেছে আমির খানের ‘পিকে’ ছবিটিকে। প্রথম দিন ‘পিকে’ আয় করে ১.৪ মিলিয়ন ডলার। পদ্মাবত’র আয় ১.৮ মিলিয়ন ডলার।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন