রেকার দিয়ে রাস্তা বন্ধ
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের তিব্বত এলাকার একটি রাস্তা রেকার দিয়ে বন্ধ করে রাখা হয়েছে।
রোববার দুপুরে সরেজমিনে তিব্বত এলাকায় এই দৃশ্য দেখা যায়।
ফলে তুলনামূলক ছোট যানবাহন, যেমন—সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার বা রিকশাসহ অন্য কোনো যান ওই পথে চলতে পারছে না। এমনকি ছোট এই বাহনগুলোকেও অতি সাবধানে রেকারের পাশ দিয়ে চলাচল করতে হচ্ছে।
সাধারণত এ ধরনের রেকার কোনো নষ্ট বাহন সরাতে ব্যবহার করে ট্রাফিক পুলিশ। তবে ওই রেকারের আশপাশে কোনো নষ্ট বাহন দেখা যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক (উত্তর) বিভাগের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের উপকমিশনার মোবাশ্বিরা হাবিব খান বলেন, হয়তো আশপাশে কোনো যানবাহন নষ্ট হয়েছে, সে কারণে ওই রেকার রাখা হয়েছে।
তবে কোনো নষ্ট বাহন দেখা যায়নি জানালে উপকমিশনার বলেন, এমন হওয়ার কথা নয়। বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখছেন।
এদিকে আজ সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ রয়েছে। বিএনপির নেতাদের অভিযোগ, সমাবেশে আসতে তাদের নেতাকর্মীদের বাধা দেওয়া হচ্ছে। ঢাকায় কোনো গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। কোথাও কোথাও রাস্তায় গাড়ি রেখেও প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন