রেল লাইন ছাড়াই ছুটবে ট্রেন! (ভিডিওসহ)
২০১৮ সাল থেকে রেল লাইন ছাড়াই চলবে ট্রেন। চীনে জোঝৌ প্রদেশে রেল লাইন ছাড়াই বিশ্বের প্রথম এ ট্রেনটি পরীক্ষামূলকভাবে চালানোও হয়েছে।
২০১৩ সালে প্রথমবারের মতো রেল লাইন ছাড়াই ট্রেন- এ বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা শুরু করে চীন। সেটি বাস্তবে রূপ নেয় ২০১৭ এর জুনে। ওই মাসের ২ তারিখে প্রথমবারের মতো ট্রেনটি পরীক্ষামূলকভাবে চালানো শুরু হয়।
পরিবেশবান্ধব ট্রেনটিতে সর্বোচ্চ ৩০৭ জন যাত্রী উঠতে পারবে। ট্রেনটি চলবে রাবারের চাকার সাহায্যে। চাকার মাঝখানের অংশটি তৈরি করা হয়েছে প্লাস্টিকের মাধ্যমে। রাস্তায় যানজট কমাতে এ পদক্ষেপ নিয়েছে চীন। এ ট্রেনটি কোনো মেরামত ছাড়াই একনাগাড়ে ২৫ বছর ধরে চলবে। সূত্র: ডেইলি মেইল
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন